নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা যুবদলের পশ্চিম বড় ভাকৈর ইউনিয়ন যুবদলের উদ্যোগে ফার্মের বাজার মাঠে সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের উপর সকল মামলার প্রত্যাহারে দাবিতে প্রতিবাদ সভা, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্টিত হয়। গত শুক্রবার রাতে আব্দুল হান্নানের সভাপতিত্বে ও খালিছ মিয়ার পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য জেলা বিএনপির সিনিয়র সহ- সভাপতি সাবেক এমপি আলহাজ্জ্ব শেখ সুজাত মিয়া। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পৌর যুবদেলর সাবেক সভাপতি উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ মনর উদ্দিন, পৌর যুবদলের সাবেক আহবায়ক ও উপজেলা যুবদল নেতা শাহেদুল ইসলাম চৌধুরী রিপন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জিতু মিয়া সেন্টু, ছাত্রদল নেতা মোঃ জসিম উদ্দিন। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ বশির, ওয়াদুদ মিয়া, মোঃ জাকির হোসেন, সুনু মিয়া, রহমত আলী, ওয়াদুদ মিয়া, হারুন মিয়া, রমজান আলী, আক্কাছ আলী, আবুল বাছির, আঃ বশির, রুবেল মিয়া, মোঃ এমরুল মিয়া প্রমুখ। এসময় বক্তারা তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও তারেক রহমানের উপর সকল মিথ্যা মামলা প্রত্যাহারে দাবি জানান। এসময় বেগম জিয়ার জন্য সুস্থতার জন্য বিশেষ মোনাজাত ও দোয়া অনুষ্টিত হয়। এছাড়া অনুষ্ঠানে তৃণমূল নেতারা আলহাজ্ব শেখ সুজাত মিয়ার কাছে সকল ইউনিটের নতুন কমিটি গঠন করে তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করে কেন্দ্রীয় ঘোষিত আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখার দাবি জানান।