স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হবিগঞ্জ জেলা শাখার দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার হবিগঞ্জ জেলা পরিষদ অডিটোরিয়ামে অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৩ (সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনে তৃতীয়বার নির্বাচিত সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির।
এডভোকেট পূন্যব্রত চৌধুরী বিভুর সভাপতিত্বে ও অনুপ কুমার দেবের সঞ্চালনায় এবং প্রমথ সরকারের পরিচালনায় সভার শুরুতে পবিত্র গীতা পাঠ করেন পংকজ ভট্টাচার্য্য।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনে তৃতীয়বার নির্বাচিত সংসদ সদস্য এডভোকেট মোঃ আবদুল মজিদ খান। বিশেষ সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভারতীয় হাইকমিশনের সিলেট অফিসের সহকারী হাই কমিশনার লক্ষ্মী নারায়াণান কৃষ্ণমূর্তি। সম্মেলনের উদ্বোধক ছিলেন কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সভাপতি মিলন কুমার দত্ত। প্রধান বক্তা হিসাবে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জী তার বক্তব্যে সনাতনী নারীদের সম-অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে নারী জাগরণে উদ্বুদ্ধ হওয়ার আহবান জানান।
সম্মেলনে সভাপতি নির্বাচিত হন এডভোকেট নলীনি কান্ত রায় নিরু এবং সাধারণ সম্পাদক শঙ্খ শুভ্র রায়।
কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নৃপেশ তালুকদার, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মৃত্যুঞ্জয় ধর ভোলা, সুনামগঞ্জ জেলার সাধারণ সম্পাদক বিমল বণিকসহ ৯টি উপজেলা এবং ৬টি পৌরসভার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কয়েক হাজার অনুসারীর উপস্থিতিতে সারাদিনব্যপী এক আনন্দঘন পরিবেশের মধ্যে সম্মেলনের কার্যক্রম বিকাল ৫টায় পরিসমাপ্ত হয়।