নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ শহর যানজট নিরসনে পৌরসভার অভিযান অব্যাহত রয়েছে। গতকাল শনিবার সকাল থেকে দিনব্যাপী নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় রুদ্রগ্রাম সড়কের সিএনজি স্ট্যান্ড ধোপা বাড়ি ব্রিজ অতিক্রম করা না করার জন্য সংশ্লিষ্টদের অবগত করেন। পরে নবীগঞ্জ শহরের হাসপাতাল সড়ক, মধ্যবাজার সড়ক ও ওসমানী রোডে অভিযান চালিয়ে অবৈধস্থাপনা উচ্ছেদ করা হয়। এর আগে যানজট নিরসন ও অবৈধ স্থাপনা উচ্ছেদে পৌরসভার চলমান অভিযান ও কার্যক্রম পরিদর্শন করেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী শাহনওয়াজ মিলাদ এমপি। এসময় তিনি বলেন নবীগঞ্জ পৌরসভা যে উদ্যোগ গ্রহণ করেছে তা সত্যিই প্রশংসনীয়। নবীগঞ্জবাসীকে আধুনিক সুযোগ সুবিধা প্রদানে অভিযান অব্যাহত রাখার আহবান জানান এমপি। তিনি আরও বলেন এতে আমার সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে। এদিকে সারাদিন ব্যাপী সামাজিক সংগঠন রিলেশন টু পিপল ও এক তারার সৌজন্যে লিফলেট বিতরণ করা হয়। অভিযানকালে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র (১) এটিএম সালাম, কাউন্সিলর কবির মিয়া, দৈনিক আমাদের সময় প্রতিনিধি সলিল বরণ দাশ, ইসলামিক রিসোর্স সেন্টারের চেয়ারম্যান, নবীগঞ্জ প্রেসক্ল¬াবের সাবেক সাধারণ সম্পাদক ছনি চৌধুরী, সাবেক যুগ্ম সম্পাদক মতিউর রহমান মুন্না সংরক্ষিত কাউন্সিলর মোছাঃ রোকেয়া বেগম, সুকেশ চক্রবর্তী, পৃথ্বীশ চক্রবর্তী, সরাজ মিয়া এলেমান আহমদ চৌধুরী।