প্রেস বিজ্ঞপ্তি ॥ শহরের কামড়াপুরের ইসকন মন্দির সংলগ্ন এলাকার জলাবদ্ধতা নিরসনে ড্রেন নির্মানের উদ্যোগ নিয়েছেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি কে গউছ। গতকাল ওই এলাকার জলাবদ্ধতায় দুর্গত পরিবারের সাথে সাক্ষাত করেন মেয়র। এ সময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর পিয়ারা বেগম, মোঃ জাহির উদ্দিন, ইসকন মন্দিরের অধ্যক্ষ উদয় গৌর দাস ব্রহ্মচারী, রোটারিয়ান ফনী ভুষন দাস, সমাজসেবক মোঃ আব্দুল আহাদ, আইনজীবী ফাতেমা ইয়াছমিন প্রমুখ। মেয়র সরেজমিন এলাকার জলাবদ্ধতা পরিদর্শন করে দ্রুততম সময়ে জলাবদ্ধতা নিরসনে হবিগঞ্জ পৌরসভার উদ্যোগে ড্রেন নির্মাণ কাজের প্রক্রিয়া শুরুর উদ্যোগ নেন।