রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুরের দূর্ধর্ষ ডাকাত হুমায়ুন ও তার সহযোগী পুলিশের খাঁচায় বন্দি হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর রাতে থানার এসআই মমিনুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার বাঘাসুরা ইউনিয়নের পুরাইখলা গ্রামের হুময়ুন ডাকাতের বাড়িতে অভিযান চালায়। এ সময় দূর্ধর্ষ হুমায়ুন (৩৫) ও তার সহযোগী লাখাই উপজেলার তেঘরিয়া গ্রামের ধলাই মিয়ার ছেলে স্বজল মিয়া (২৮) কে গ্রেফতার করে। পুলিশ জানায়, হুমায়ুনের বিরুদ্ধে মাধবপুর সহ বিভিন্ন থানায় চুরি, ডাকাতির একাধিক মামলা রয়েছে।