প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের এসএসসি-৮৫ ব্যাচ এর বন্ধুদের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার নির্বাচনে মেয়র প্রার্থী সৈয়দ কামরুল হাসানের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৩টায় আরডি হল মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এ সভায় উপস্থিত ছিলেন, জাহাঙ্গীর নগর বিশ্ব বিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড়. আশরাফুল মুনিম (নেহাল), মতিঝিল আইএফআইসি ব্যাংক ম্যানেজার ফেডারেমন বাঞ্চ (ইভিপি) হেলাল আহমেদ মিটু, ওরিয়ান গ্র“ফের বিশিষ্ট ব্যবসায়ী জাবেদুর রহমান শাহিন, ডাঃ মুজিবুর রহমান পলাশ, সাধারণ বীমা কর্পোরেশনের জোনাল ম্যানেজার মোঃ মহিবুল ইসলাম শাহিন, শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের ভাইস প্রিন্সিপাল মোঃ মুনিরুল ইসলাম, সোনালী ব্যাংক কর্মকর্তা মোঃ আবুল হাসান সুয়েব, বিশিষ্ট ব্যবসায়ী সমীর চন্দ্র বণিক, বিশিষ্ট ব্যবসায়ী স্বপন মোদক, বিশিষ্ট সাংবাদিক নুরুজ্জামান ভুইয়া মামুন, বিশিষ্ট ব্যবসায়ী মুনসুর আহমেদ এমদাদ, এডঃ এমএইচ মুরশেদ, এডঃ ইকবাল হোসেন, সরকারী কর্মকর্তা মিথুন রঞ্জণ দাস, বিশ্বজিৎ পাল, বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ শামসুদ্দিন আহমেদ রানা, গোপাল মোদক, মোঃ রফিক চৌধুরী, সৈয়দ ফয়সাল প্রমুখ। এ সভায় বক্তারা মেয়র প্রার্থী সৈয়দ কামরুল হাসানকে সর্বাত্বক সাহায্যের আশ্বাস দেন।