প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ চৌকি বিলপাড়ে হযরত শাহ জালাল (রঃ) এর সঙ্গী হযরত শাহ তাজ উদ্দিন কোরেশী (রঃ) এর ২দিন ব্যাপী ওয়াজ ও ওরস সম্পন্ন হয়েছে। বুধবার থেকে শুরু হয়ে বৃহস্পতিবার তা সম্পন্ন হয়। ওরসের প্রথম দিন সাকির মোহাম্মদ লাখেরাজ খানে বাড়ীতে অবস্থিত বিলপাড় আলহাজ্ব আব্দুল হাকিম চৌধুরী হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে ওয়াজ ও ওরসের কার্যক্রম শুরু হয়। বাদ জোহর মাজারের মোতাওয়াল্লী আব্দুল হামিদ চৌধুরীর পরিবারের পক্ষে মাজারে গিলাফ ছড়ান মাজার পরিচালনার কমিটির সভাপতি মাহতাব উদ্দিন, সাধারন সম্পাদক মাসুক চৌধুরী, ক্যাশিয়ার হাফেজ গিয়াস উদ্দিন, মুকিত চৌধুরী, মোতাহের চৌধুরী, আব্দুর রহিম ফরিদ মিয়া, মাদ্রাসার সাবেক ছাত্র হাফেজ শাহিন মিয়া, হাফেজ সুয়েব মিয়া, হাফেজ আজিজ, হাফেজ আল-আমিন, হাফেজ লায়েসসহ অন্যান্যরা। গিলাফ ছড়ানোর ফর ওয়াজ ফরমান হযরতুল আল্লামা মুফতি আব্দুল মজিদ সাহেব, হযরত মাওলানা ইলিয়াছ উদ্দিন ভুইয়া, হযরত মাওলানা হাফেজ মকাদ্দুছ আলী সাহেব, হযরত মাওলানা হাফেজ এখলাছুর রহমান খান সাহেব, হযরত মাওলানা ক্বারী আব্দুর নুর সাহেব, মাদ্রাসার শিক্ষক হাফেজ ক্বারী গিয়াস উদ্দিন সাহেব। পরিশেষে দোআ ও শিন্নি বিতরণ করা হয়। বৃহস্পতিবার ওরসের সমাপনি দিন সকাল থেকে মাজার মসজিদে জিয়ারত খতম, বাদ জোহর মাজার জিয়ারত, বাদ আসর মিলাদ মাহফিল ও মোতায়াল্লী পরিবারের পক্ষে শিন্নি বিতরণ করা হয়। ওয়াজ ও ওরসে সুষ্ঠুভাবে শেষ হওয়ার মাজারে মোতাওল্লী আব্দুল হামিদ চৌধুরী ও মাজার পরিচালনা কমিটির সভাপতি মাহতাব উদ্দিন এলাকাবাসী, জন প্রতিনিধি ও প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।