স্টাফ রিপোর্টার ॥ জেলা ক্রীড়া সংস্থার উদ্যেগে যুব ও বালিকা (অনুর্ধ-১৮) ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০১৮-১৯ গতকাল হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে শুভ উদ্ভোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফজলুল জাহিদ পাভেল। উপস্থিত ছিলেন প্রাক্তন খেলোয়াড় কল্যান সমিতি সভাপতি এডঃ পুন্যব্রত চৌধুরী বিভু, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আব্দুর রহমান, অতিরিক্ত সাধারণ সম্পাদক মোঃ বদরুল আলম, যুগ্ম সম্পাদক মোঃ শফিকুজ্জামান হিরাজ, কোষাধ্যক্ষ মোঃ হুমাযুন কবীর চৌধুরী সাহেদ, মোঃ আব্দুল মোতালিব মমরাজ, মোঃ হুমায়ুন খান, মইনউদ্দিন তালুকদার সাচ্চু। খেলা পরিচালনা করেন সন্তোষ দেবনা ও সাফাত।