লাখাই প্রতিনিধি ॥ লাখাই উপজেলায় ১০ পিস ইয়াবা সহ সারোয়ার মিয়া (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সে উপজেলার পশ্চিম বুল্লা গ্রামের মৃত রজব আলী মাষ্টারের পুত্র। গত বৃহস্পতিবার রাত ৮টায় স্থানীয় বুল্লা বাজারের বাঁশ বাজার থেকে এস আই শফিক তাকে আটক করেন।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হুসেন ঘটনাটি নিশ্চিত করে বলেন, সারোয়ার বিরুদ্ধে বিভিন্ন সংঘর্ষের ঘটনার লাখাই থানায় একাদিক মামলা ছাড়া ও তার বিরুদ্ধে বানিয়াচং থানায় একটি চুরি মামলা রয়েছে।