প্রেস বিজ্ঞপ্তি ॥ আসন্ন পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের পদপ্রার্থী সৈয়দ আহমদুল হকের সমর্থনে গতকাল বৃহস্পতিবার হবিগঞ্জ শহরে লিফলেট বিতরণ করা হয়। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত লিফলেট বিতরনে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত প্রায় সহস্রাধিক লোক অংশগ্রহন করেন। শায়েস্তানগর থেকে শুরু হওয়া র্যালীটি প্রধান সড়ক ধরে শহর প্রদক্ষিণ করে ট্রাফিক পয়েন্টে গিয়ে শেষ হয়। হাজারো মুরুব্বীয়ান ও তরুনের স্বতস্ফূর্ত অংশগ্রহনে জনসমুদ্রে পরিণত হওয়া এই প্রচার র্যালীতে নেতৃত্ব দেন সৈয়দ আহমদুল হকের পুত্র পইল ইউপির চেয়ারম্যান সৈয়দ মঈনুল হক আরিফ।