স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গে প্রতিপক্ষের হামলায় মোঃ রহমত আলী (৩৩) নামে এক স্কুল শিক্ষক গুরুতর আহত হয়েছে। অবস্থায় তাকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত ৩ ফেব্র“য়ারি রবিবার বানিয়াচং উপজেলার ১৫ নং পৈলারকান্দি ইউনিয়নের শ্রীমঙ্গলকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
হাসপাতালে চিকিসাধীন আহত রহমত আলী জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই গ্রামের হায়দার আলীর পুত্র মহন মিয়া ও ইমান আলীর পুত্র সফিক মিয়া তার উপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।