স্টাফ রিপোর্টার ॥ প্রাইম ব্যাংক ইয়ং টাইগার ন্যাশনাল স্কুল ক্রিকেট টুর্ণামেন্ট এর ফাইনাল খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার গতকাল বুধবার হবিগঞ্জ জালাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি হারুনুর রশিদ চৌধুরী। এতে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আব্দুর রহমান, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান ও মোহাম্মদ নাহিজ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলি, হবিগঞ্জ প্রাইম ব্যাংকের ব্যবস্থাপক অরুনাংশু কুমার দাস, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ হুমায়ূন কবির চৌধুরী, সদস্য হুমায়ূন খান, মঈন উদ্দিন তালুকদার সাচ্চু, হবিগঞ্জ প্রাইম ব্যাংকের সিনিয়র অফিসার মধুসুদন দাস। অতিথিবৃন্দ খেলায় চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রপি তুলে দেন।