মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচঙ্গে শুদ্ধ সুরে জাতীয় সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় উপজেলার সকল স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা দলগতভাবে অংশ গ্রহন করে। উপজেলা পর্য্যায়ে শুদ্ধ সুরে দলগত জাতীয় সংগীত প্রতিযোগিতায় প্রাথমিক বিদ্যালয় পর্য্যায়ে মদনমুরত সরকারী প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক পর্যায়ের জনতা উচ্চ বিদ্যালয় এবং কলেজ পর্যায়ে শচীন্দ্র ডিগ্রী কলেজ জয় লাভ করে। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওছার শোকরানা এবং সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার হাসিবুল ইসলাম এর সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলেদেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খন্দকার। এ সময় উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অফিসার ছাইফুল আলম, আমবাগান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপূল ভূষন রায়সহ বিভিন্ন স্কুল, কলেজ এর প্রতিনিধিবৃন্দ। প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্বে ছিলেন ওস্তাদ তাপস কৃষ্ণ মহারতœ, গোপেন্দ্র চন্দ্র দাস, রেজাউল হক রতন এবং সাগরদিঘী থিয়েটার এর প্রতিষ্টাতা সভাপতি সাংবাদিক মখলিছ মিয়া। উল্লেখ্য, শুদ্ধভাবে জাতীয় সংগীত চর্চাকে অনুপ্রাণিত করতে দেশব্যাপী প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহনে ইউনিয়ন পর্যায়ে এ প্রতিযোগিতা অনুষ্টিত হয়। ইউনিয়ন পর্যায়ে বিজয়ীরা উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ গ্রহন করেছে। পরবর্তীতে জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়েও এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।