নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি আহত হয়েছেন। তিনি করগাঁও ইউনিয়নের ভাটি শেরপুর গ্রামের আক্কল মিয়ার পুত্র ছয়ফুল মিয়া (৩৫)। গতকাল বুধবার সকাল ৭ টায় ভাটি শেরপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, একই গ্রামের আব্দুল হান্নানের সাথে তার পূর্ব বিরোধ চলে আসছিল। এর জের ধরে প্রতিক্ষের লোকজন তাকে গতকাল সকাল ৭টার দিকে রাস্তায় একা পেয়ে তাকে রড ও লাঠি দিয়ে বেধড়ক পিঠিয়ে আহত করে।