স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ডাকাতসহ বিভিন্ন মামলার ৮ আসামীকে গ্রেফতার করেছে। মঙ্গলবার দিবাগত গভীর রাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে-নরপতি গ্রামের ইসাৎ আলীর ছেল নোমান মিয়া (৪১), শানখলা ইউনিয়নের আব্দুল হকের পুত্র কুখ্যাত ডাকাত একাদিক মামলার আসামী মোতাব্বির (৩০), চন্দনার আব্দুস সামাদের ছেলে হানিফ (৬০), ঘরগাও খামার বাড়ী এলাকার আকবর আলীর ছেলে ছিদ্দিক আলী (৩৫), রওশন আলীর ছেলে আব্দুল আহাদ (২৫), গাজিপুর ইউনিয়নের ওসমানপুর গ্রামের মৃত রফিক মিয়ার ছেলে জলিল (৪৫) ও কেউন্দা আব্দুল মান্নানের ছেলে কবির মিয়া (৩৫)। ওসি কে.এম আজমিরুজ্জামান জানান, আন্ত:জেলা ডাকাত দলের সক্রিয় সদস্যদেরকে আইনের আওতায় আনতে আমাদের নিয়মিত আভিযান অব্যাহত আছে।