চুনারুঘাট প্রতিনিধি ॥ আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.) এর খলিফা আল্লামা আব্দুল কদ্দুস (ইকবাল মিয়া) আমরুডী এর জীবন ও কর্ম শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত ৪ ফেব্র“য়ারি সোমবার বাদ যোহর হবিগঞ্জ শাহজালাল আইডিয়াল ওয়েলফেয়ার এডুকেশন ট্রাস্ট এর উদ্যোগে আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন ট্রাষ্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো.আব্দুল মুহিত রাসেল। ট্রাষ্টের সদস্য মো. ইমরান নাজিরের পরিচালনায় সেমিনারে প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সফর আলী। এতে প্রধান আলোচক ছিলেন আনজুমানে আল ইসলাহ লেস্টারশ্যায়ার শাখার সহ-সভাপতি আলহাজ্ব শাহ হাবিবুর রহমান বেলায়তী, সাহিত্য পএিকা হাতিয়ার এর সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব কাজী মাওলানা এম হাসান আলী, প্রধান বক্তা ছিলেন, আনজুমানে আল ইসলাহ মানচেস্টার ডিভিশন ইউ.কে-এর প্রেস ও পাবলিসিটি সেক্রেটারি মাওলানা ফখরুল ইসলাম, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ নবীগঞ্জ পৌরসভার সদস্য সচিব মাওলানা ইব্রাহীম ইউসুফ, ওসমানী স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. বদরুজ্জামান ছানু, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া হবিগঞ্জ জেলা সহ-সভাপতি জালাল উদ্দিন মো. ধন মিয়া, নবীগঞ্জ উপজেলা তালামীযের সভাপতি আহমাদ আদিল আল-জাবের, সাধারণ সম্পাদক মো. সাহিদ আলম, নবীগঞ্জ পৌর তালামীযের সাধারণ সম্পাদক শাহরিয়ার আহমদ শাওন, নবীগঞ্জ উপজেলা তালামীযের সাবেক সহ-সভাপতি মাওলানা জুবায়ের আহমদ লায়েক, নবীগঞ্জ করগাও ইউনিয়ন আল ইসলাহ’র সভাপতি মাওলানা মো. আব্দুল বারী, বাউসা ইউনিয়ন সভাপতি মাওলানা মো. আব্দুল লতিফ চৌধুরী নানু, নবীগঞ্জ উপজেলা তালামীযের সহ-সাংগঠনিক সম্পাদক মো. ফয়েজ আহমদ, অর্থ সম্পাদক তালুকদার আবুল হায়াত রুহিন, তালুকদার রাসেল আহমদ, সদস্য শামীম আহমদ চৌধুরী শিপু, মো. তোফায়েল আহমদ প্রমুখ।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সফর আলী বলেন, আল্লামা আব্দুল কদ্দুস (ইকবাল মিয়া) আমরুডী ছিলেন একজন মর্দে মুজাহিদ ও আল্লাহর ওলী। তাঁর অবদান দেশ ও জাতি শ্রদ্ধাভরে স্মরণ রাখবে। তিনি আরো বলেন, আমরুডী ছিলেন একজন আদর্শ মানুষ ও খাটি দেশপ্রেমিক।