নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে ১০ বছরের শিশু কন্যাকে ধর্ষণের ঘটনায় এলাকায় তোলপাড় চলছে। আসলে ধর্ষণ না চক্রান্ত এ নিয়েও জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে দীঘলবাক ইউনিয়নের শ্রীধরপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে। নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের ডাক্তার গৌতম জানান-গতকাল মঙ্গলবার বিকেল ধর্ষণের ঘটনায় হাসপাতালে চিকিৎসা নিতে আসে ওই গ্রামের ১০ বছরের জনৈক শিশু কন্যা। তার অবস্থা বেগতিক দেখে উন্নত চিকিৎসার জন্য তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু সাঈদ এওলা মিয়া জানান, এ ধরণের তাঁকে কেউ জানায়নি। এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল হোসেন জানান ধর্ষণের ঘটনা তিনি জানেন নাই।