স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরের এক মাদক ব্যবসায়ীকে শ্রীমঙ্গলে গাঁজাসহ গ্রেফতার করেছে র্যাব।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম জাকির হোসেন (২০)। তিনি মাধবপুর উপজেলার দুর্গপুর গ্রামের মৃত ইউনুছ মিয়ার পুত্র। গতকাল সোমবার বেলা পৌণে ১১টার দিকে তাকে গ্রেফতার করা হয়। সূত্রে জানা গেছে, র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের সিনিয়র এএসপি পিযুষ চন্দ্র দাস ও এএসপি এ.কে.এম কামরুজ্জামান এর নেতৃত্বে একদল সদস্য শ্রীমঙ্গল থানা এলাকায় অবৈধ মাদক দ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ী গ্রেফতারে অভিযানে নামেন। অভিযানে শ্রীমঙ্গল ষ্টেশনরোড মনসুর টি দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে ৪ কেজি গাঁজাসহ জাকির হোসেনকে গ্রেফতার করেন। পরে তাকে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়।