ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ শহরকে যানজট ময়লা-আবর্জনামুক্ত শহর গড়ে তোলার উদ্দেশ্যে অভিযান অব্যাহত রেখেছেন নবীগঞ্জ পৌর সভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী। সোমবার সকাল থেকে সারাদিন ব্যাপী অভিযানে পরিচালনা করে পৌর পরিষদ।
জানা যায়, গত বুধবার যানজট নিরসনে বাস, ট্রাক, সিএনজি শ্রমিক সমিতি ও বিভিন্ন শ্রেণীপেশার লোকজনকে নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সকল শ্রেণী পেশার লোকজন যানজট নিরসনে সর্বাত্মক সহযোগীতার আশ্বাস দিলে শুক্রবারে প্রথম দিনের অভিযানে নামে পৌর পরিষদ। এরই ধারাবাহিকতায় সোমবার সকাল থেকে সারাদিন ব্যাপী অভিযানে নামেন পৌর মেয়র ছাবির আহমদ চৌধুরী। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক এমপি আলহাজ্ব শেখ সুজাত মিয়াসহ পৌর পরিষদের কাউন্সিলরবৃন্দ, কর্মকর্তা, কর্মচারী, সামাজিক সংগঠন রিলেশন টু পিপল। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী বলেন, ময়লা আবর্জনা ও যানজট মুক্ত আধুনিক শহর গড়ে তোলার উদ্দেশ্যে অভিযান অব্যাহত রয়েছে। অভিযানে সর্ব-সাধারণের সহযোগীতা কামনা করেন। তিনি আরো বলেন, যদি কেউ ফের রাস্তায় স্ট্যান্ড বসিয়ে বা অবৈধ দোকানপাট বসিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এদেরকে কোনো ভাবেই ছাড় দেয়া হবেনা। প্রয়োজনে কঠোর এ্যাকশনে যাওয়ার হুশিয়ারি দেন মেয়র। এদিকে নবীগঞ্জ শহরের যানজট নিরসনে উদ্যোগকে স্বাগত জানিয়েছে সর্বসাধারন। অন্যদিকে পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরীর প্রশংসায় মুখরিত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক। বিভিন্ন ফেইসবুক ব্যবহারকারীরা পোষ্ট করে যানজট নিরসনের উদ্যোগকে অভিনন্দন শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে অভিযান অব্যাহত রাখার আহবান জানান।