স্টাফ রিপোর্টার ॥ ধুলিয়াখাল বাইপাস সড়কে ডাকাতির প্রস্তুতিকালে ২ ডাকাতকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার ভোর রাতে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হল-সদর উপজেলার ধুলিয়াখাল গ্রামের জিতু মিয়ার পুত্র রাসেল মিয়া (২৫) ও বানিয়াচং উপজেলার পৈলারকান্দি গ্রামের আব্দুল মতিনের পুত্র নিজাম উদ্দিন (৩০)। এসময় তাদের সহযোগিরা পালিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা গেছে, ওই রাতে ধুলিয়াখাল বাইপাস সড়কে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নেয়। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে উল্লেখিত ২জনকে আটক করতে সক্ষম হয়। এ সময় আরো কয়েকজন পালিয়ে যায়। হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেন।