নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে পৃথক স্থানে সংঘর্ষের ঘটনায় মহিলাসহ আহত ১১ জন আহত হয়েছে। গতকাল সোমবার সংঘর্ষের ঘটনাগুলো ঘটে।
এসব সংঘর্ষে আহতরা হলেন-চরগাঁও গ্রামের জহির মিয়ার স্ত্রী আলেয়া বেগম (৪০), মানিকপুর গ্রামের গিয়াস উদ্দিনের পুত্র মোঃ শাহজাহান মিয়া (৩৮), বুরহানপুর গ্রামের আব্দুল গণি মিয়ার পুত্র আব্দুল মিয়া (৩৯), মৃত আব্দুল জব্বার মিয়ার পুত্র বশর মিয়া (৬৫), ছোট শাকোয়া গ্রামের তাহির আলীর পুত্র আবুল কাশেম (১৮), এরশাদ মিয়ার পুত্র রোমন মিয়া (২২), নবী হোসেনের পুত্র আলী হোসেন (২২), গোলাপ হোসেন (১৮), তাহির আলীর পুত্র কমর উদ্দিন (২১), আব্দুল গফুর মিয়ার পুত্র জিয়াউর রহমান (৩৫) ও বদরদি গ্রামের আমির হোসেনের স্ত্রী মোছাঃ রুনা বেগম (৩০)। এরা সবাই নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছেন।