প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ শহরের যানজট নিরসনে বাস্তবমুখী উদ্যোগ গ্রহণ করায় পৌর পরিষদ ও উপজেলা প্রশাসনের প্রতি অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেছেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সাবেক এমপি আলহাজ্ব শেখ সুজাত মিয়া। রবিবার গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেন। সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, জনসাধারণের দুর্ভোগ লাঘবে আধুনিক শহর বিনির্মাণে পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ বিন হাসানের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। চলমান অভিযান অব্যাহত রাখার আহ্বান জানান তিনি। অভিযানে পৌর পরিষদ ও উপজেলা প্রশাসনকে সহযোগীতা করার জন্য সর্বসাধারণের প্রতি আহবান জানান।