মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচঙ্গের দক্ষিণ সাঙ্গর গ্রামে সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে আটক ৭ দাঙ্গাবাজকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। দণ্ডিতরা হলেন-দক্ষিণ সাঙ্গর গ্রামের মৃত খুর্শেদ আলীর ছেলে আব্দুল আলী (৪৩), আলম মিয়ার ছেলে আবজল মিয়া (১৮), শফিক মিয়ার ছেলে সাকিবুর মিয়া (১৮), রফিক মিয়ার ছেলে আব্দুল মতিন (৩০), সাইদ মিয়ার ছেলে আনহারুল মিয়া (২০), মৃত সিকান্দর আলীর ছেলে মনু মিয়া (৬০) এবং মনু মিয়ার ছেলে কাউয়ুম মিয়া (৬০)। গতকাল তাদেরকে ভ্রাম্যমান আদালতে হাজির করে পুলিশ। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খন্দকার গ্রাম্য দাঙ্গায় জড়িত থাকার অপরাধে উল্লেখিত ৭ আসামীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। গতকালই সাজাপ্রাপ্তদের হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে। উল্লেখ্য, আগের দিন শুক্রবার বিকেলে বানিয়াচং উপজেলার দক্ষিণ সাঙ্গর গ্রামে পুকুরে গোসল করা নিয়ে দুই গোষ্ঠির মাঝে সংঘর্ষ হয়। বিকেল ৪টা থেকে ৬টা পর্যন্ত সংঘর্ষ চলে। এতে মহিলাসহ অর্ধশতাধিক লোক আহত হয়। তাদের মধ্যে টেটাবিদ্ধ অবস্থায় কয়েকজনকে সিলেট ওসমানী কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এছাড়া সংঘর্ষে বাড়িঘর ভাংচুরের ঘটনা ঘটেছে।
আহত সূত্রে জানা যায়, সাবেক চেয়ারম্যান ইয়াহিয়া চৌধুরীর গোষ্ঠি ও মাহফুজ মেম্বারের লোকদের মাঝে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। গত শুক্রবার মাহফুজ মেম্বারের গোষ্টির এক মহিলা স্থানীয় একটি পুকুরে গোসল করতে যায়। এ সময় ইয়াহিয়া চৌধুরীর গোষ্টির এক যুবক মহিলাকে গোসল করতে নিষেধ করে। এর জের ধরেই সংঘর্ষের সূত্রপাত হয়। খবর পেয়ে সুজাতপুর ফাঁড়ির পুলিশ ও বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে আধঘণ্টা চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।