চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে অপরাধমুলক কর্মকাণ্ড এবং একাধিক ডাকাতি মামলা, নারী নির্য়াতন ও বন মামলাসহ ৫ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে-লাতুরগাও গ্রামের মৃত ছুরুক আলীর ছেলে একাধিক ডাকাতি মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামী পিচ্ছি ছায়েদ (৪২), উত্তর নরপতি গ্রামের মৃত ড্রাইভার আব্দুল আউয়ালের ছেলে নারী নির্যাতন মামলার আব্দুল সালাম (৩৪), বাগিয়ারগাও গ্রামের হাফিজ উল্লার ছেলে মদরিছ (৩২), বাসুল্লা গ্রামের ইসকান্দর আলীর ছেলে জলফু মিয়া (৩৬), আজিমাবাদ এলাকার মৃত আকবর মিয়ার ছেলে আছকির (৪০) ও লাতুরগাও গ্রামের হেলাল মিয়া (২৬)। গতকাল শনিবার ভোর রাতে এসআই সজীব দেব রায়, এসআই আলী আজহার, এসআই আনসারুল ও এএসআই শরীফসহ একদল পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সজীব দেব রায় জানান, ছায়েদ এক বাসায় চুরি করতে গিয়ে এক গৃহকর্মীকে খুন করেছে। সে দীর্ঘ ৮বছর যাবৎ পলাতক ছিল। সে শীর্ষ সন্ত্রাসী তালিকায়। ওসি কে এম আজমিরুজ্জামান জানান পিচ্ছি ছায়েদ আন্ত:জেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে ২টি মামলায় সাজা ও ৭টি মামলায় ওয়ারেন্ট রয়েছে। তাকে গ্রেফতারে এলাকাবাসীর স্বস্তি ফিরে এসেছে।