স্টাফ রিপোর্টার ॥ পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে আগামী ১০ মার্চ হবিগঞ্জের আটটিসহ দেশের ১০১ উপজেলা পরিষদের ভোট গ্রহণের পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সিইসি কে এম নূরুল হুদার সভাপতিত্বে কমিশনের সভায় আজ রোববার এই পরিকল্পনা অনুমোদনের জন্য পেশ করা হবে বলে ইসি সচিবালয় সূত্রে জানা গেছে।
নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ জানিয়েছেন, আগামী সোমবার ৩ ফেব্র“য়ারি ঘোষণা করা হবে উপজেলা নির্বাচনের তফসিল। ৪৯২টি উপজেলার মধ্যে ৪৮০টিতে পাঁচ ধাপে চেয়ারম্যান, সাধারণ ও সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে এ ভোট অনুষ্ঠিত হবে। উপজেলা নির্বাচনের তফসিল চূড়ান্তের উদ্দেশে আজ রোববার সিইসি কে এম নূরুল হুদার সভাপতিত্বে কমিশনের সভা আহ্বান করা হয়েছে। ওই সভায় উপজেলা পরিষদ নির্বাচনে তফসিল চূড়ান্ত করার পাশাপাশি একাদশ সংসদের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনের বিষয়টি আলোচ্য সূচিতে রয়েছে বলে জানা গেছে।
হবিগঞ্জ সদর, বাহুবল, মাধবপুর, চুনারঘাট, নবীগঞ্জ, আজমিরীগঞ্জ, বানিয়াচং ও লাখাই উপজেলায় ১ম ধাপে ভোট হবে। এদিকে নবগঠিত শায়েস্তাগঞ্জ উপজেলার নির্বাচন ১ম ধাপে হচ্ছে না বলে সূত্র থেকে জানা গেছে।