স্টাফ রিপোর্টার ॥ জেলার বিভিন্ন স্থানে সাড়াশি অভিযানে মহিলাসহ ২০ জন পলাতক আসামী গ্রেফতার। গত শুক্রবার রাত ১২টা থেকে শনিবার সকাল পর্যন্ত হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ, নবীগঞ্জ ও চুনারুঘাটসহ বিভিন্ন থানার পুলিশ অভিযান চালিয়ে নারী নির্যাতন, চুরি, ডাকাতি, হত্যা, মানবপাচারসহ বিভিন্ন মামলার পলাতক আসামী মহিলাসহ ২০ জনকে আটক করে। তারা হল, চুনারুঘাট উপজেলার লাতুরগাও গ্রামের মৃত ছরুক আলীর ছেলে ডাকাতি মামলার পলাতক ও সাজাপ্রাপ্ত আসামী পিচ্ছি ছায়েদ (৪২), উত্তর নরপতি গ্রামের মৃত আব্দুল আউয়ালের ছেলে নারী নির্যাতন মামলার আব্দুল সালাম (৩৪), বাগিয়ারগাও গ্রামের হাফিজ উল্লার ছেলে মদরিছ (৩২), বাসুল্লা গ্রামের ইসকান্দর আলীর ছেলে জলফু মিয়া (৩৬), আজিমাবাদ এলাকার মৃত আকবর মিয়ার ছেলে ৪০), লাতুরগাও গ্রামের হেলাল মিয়া (২৬)।
অপরদিকে হাবিবুর রহমান, ইলিয়াছ, শামীম, হেলাল, আলাউদ্দিন, আছকির মিয়া, তপন মিয়া, জিতু মিয়া, আছাব আলী, নাজমা আক্তার ও পলি বেগমকে গ্রেফতার করে। শনিবার বিকালে কোর্টের মাধ্যমে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়। পুলিশ জানায়, এ অভিযান নিয়মিত চলবে।