স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ পৌর এলাকার বিরামচর গ্রামের মোঃ আব্দুল আহাদ মিয়ার বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ব্যাপারে বাড়ির মালিক আব্দুল আহাদ মিয়ার পুত্র হাফিজুর রহমান জসিম জানান, বৃহস্পতিবার গভীর রাতে ১২/১৫ জনের এক দল মুখোশধারী ডাকাত বসত ঘরের দরজার তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে পরিবারের সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। এক পর্যায়ে মোঃ আব্দুল আহাদ ও তাকে ডাকাতরা মারধর করে। এতে পিতা পুত্র আহত হন। এ সময় ডাকাতরা ঘরে থাকা আলমিরা ভেঙ্গে নগদ ২০ হাজার টাকা, আব্দুল আহাদ মিয়ার স্ত্রী ও পুত্র বধুর ৪/৫ ভরী স্বর্ণালঙ্কার, ৪টি দামী মোবাইল ফোনসহ ৪ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। পরে তাদের শোরচিৎকারে পার্শ্ববর্তী লোকজন ছুটে এসে গুরুতর আহত পিতা পুত্রকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে।
এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। ঘটনার খবর পেয়ে হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এস এম ফজলুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন। শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনিছুর রহমান জানান, ডাকাতি হয়েছে বলে শুনেছি।
এ ব্যাপারে অভিযোগ দেয়া হয়েছে এবং ডাকাতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে। এ ঘটনা সংঘটিত হওয়ায় এলাকার লোকজনের মাঝে ডাকাত আতংক বিরাজ করছে। উল্লেখ্য, গত ২৭ জানুয়ারি ভোররাতে ও শায়েস্তাগঞ্জ উপজেলার পুরাসুন্ধা গ্রামের ধুলা ঠিলা এলাকায় একই রাতে ৪ বাড়িতে ডাকাতি ঘটনা ঘটে। এতে উপজেলা জুড়ে আতংক বিরাজ করছে। অনেকেই সন্ধ্যার পরে কাজকর্ম সেরে বাড়িতে চলে যাচ্ছে।