প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ গোবিন্দ জিউর আখড়া প্রাঙ্গনে হিন্দু ধর্মীয় কল্যান ট্রাষ্টের তত্ত্ববধানে পরিচালিত গীতা শিক্ষা কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল সকাল ১০টায় গোবিন্দ জিউর আখড়া প্রাঙ্গনে আখড়া কমিটির সভাপতি নিখিল আচার্য্যর সভাপতিত্বে গীতা সংগঠক অর্জিত চন্দ্র দাশ ও গীতা পাঠক স্কুলের অধ্যক্ষ সঞ্জয় দাশের পরিচালনায় বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, উপজেলা পূর্জা উদযাপন পরিষদের সভাপতি সুখেন্দু রায় বাবুল, আখড়া কমিটির সাবেক সভাপতি সবিনয় কর, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়, হিন্দু ধর্মীয় কল্যান ট্রাষ্টের ফিল্ড সুপার ভাইজার কর্মকর্তা ধনেশ চন্দ্র বর্মন, পরেশ চন্দ্র দাশ, আখড়া কমিটির সাধারণ সম্পাদক বিধান ধর, কৃষকলীগের পৌর সভাপতি প্রমথ চক্রবর্তী বেনু, লোকনাথ সেবা সংঘের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র দাশ, চারু দেব, উৎপল দাশ, লিটন চন্দ্র দাশ, সুজিত পাল, ঝুনু রাজ বনিক, নিরঞ্জন দাশ, কানাই লাল দাশ, সজল দেব ও সুমন তালুকদার প্রমুখ। সভায় বক্তাগণ সনাতন ধর্মাম্বলম্বিদের জীবনের শুরুতে সন্তানদের মহান পবিত্র ধর্মগ্রন্থ গীতার শিক্ষার ব্যাপারে আলোকপাত করেন বক্তব্য দেন। পাশাপাশি গীতা শিক্ষার প্রসারে উপজেলার বিভিন্ন জায়গায় গীতা শিক্ষা কেন্দ্র খোলার ব্যাপারে হিন্দু ধর্মীয় কল্যান টাষ্টের কর্মকর্তাদের প্রতি আহবান জানান। গীতা স্কুল উদ্বোধন শেষে আতিথিবৃন্দ আগত ছাত্র-ছাত্রীদের মধ্যে গীতা বই বিতরন করেন।