স্টাফ রির্পোটার ॥ বি-বাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ঐতিহ্যবাহী খান্দুরা (উত্তর হাবেলী) সাঈয়্যেদিয়া দরবার শরীফে প্রতি বছরে ন্যায় আগামী ৪ ফেব্র“য়ারী সোমবার দিনব্যাপী বার্ষিক পবিত্র ওরস অনুষ্ঠিত হবে। দরবার শরীফের বড়হুজুর সৈয়দ মুজিবুল হোসেন লিটন জানান, প্রতি বছর বিভিন্ন স্থান থেকে অর্ধলক্ষাধিক ভক্ত উপস্থিত ছিলেন। রাত ১২টা ১মিনিটে দরবার শরীফের সভাপতি পীরজাদা সৈয়দ রফিকুল হোসেন রফিক সাহেবের আখেরী মোনাজাতের মধ্যদিয়ে বার্ষিক পবিত্র ওরস সমাপ্ত হবে।