প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গের উদ্যোগে যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রে ১৩১ তম জন্ম উৎসব পালনের লক্ষ্যে গতকাল শুক্রবার নবীগঞ্জ কেন্দ্রীয় গোবিন্দ জিউড় আখড়ায় এক প্রস্তুতি সভা অনুষ্টিত হয়। উৎসব কমিটির সভাপতি বিধু ভুষন গোপের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেলের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি মৃনাল কান্তি দাশ বাদল, মিহির লাল সরকার, মৃম্ময় কান্তি দাশ বিজন, সুব্রত দাশ, নিখিল সুত্রধর, দিপক পাল, রতিশ চন্দ্র দাশ, রবীন্দ্র দাশ, সম্পাদক নিতেশ চন্দ্র দাশ, সজল চন্দ্র দেব, নয়ন দাশ, নরেশ চন্দ্র দাশ, সুন্দন দাশ, বিশ্বজিত চন্দ, নারায়ন সরকার, প্রদীপ কুমার দাশ, নয়নমনি সরকার, দিপন চন্দ্র দাশ, বৌদ্ধ গোপ, যাদব সুত্রধর, হৃদয় শীল, রশময় শীল, নারায়ন চন্দ্র দাশ প্রমূখ। সভায় নবীগঞ্জ কেন্দ্রী গোবিন্দ জিউড় আখড়ায় যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩১ তম জন্ম উৎসব আগামী ২রা ফালগুন ১৪২৫ বাংলা ১৫ই ফেব্র“য়ারি শুক্রবার পালনে সকল শ্রেণীপেশার মানুষের সহযোগিতা কামনা করা হয়।