স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা, সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজসহ সমাজে বিশেষ অবদান রাখায় স্বীকৃতি স্বরূপ পিপিএম-সেবা পদকে ভূষিত হওয়ায়, ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন থানার ওসিরা। গতকাল ফুলেল শুভেচ্ছা জানান হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এস এম ফজলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, শৈলেন চাকমা, হবিগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ সহিদুর রহমান, ওসি তদন্ত মোঃ জিয়াউর রহমান, ওসি অপারেশন প্রজিত কুমার, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ রাশেদ মোবারক, লাখাই থানার ওসি মোঃ এমরান হোসেন, বাহুবল থানার ওসি মোঃ মাসুক আলী, চুনারুঘাট থানার ওসি কেএম আজমিরুজ্জামান, ডিআইওয়ান মোহাম্মদ ওহিদুর রহমান (পিপিএম), ডিআইটু মোঃ মুর্শেদ আলম, ওসি ওয়াচ মোঃ আবুল হোসেন, ডিআই-৩ মোঃ ওমর ফারুক, মনির হোসেন প্রমূখ। গতকাল ৩০ জানুয়ারি হবিগঞ্জ পুলিশ সুপার এর কার্যালয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এর আগে গত মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ ঘোষণা দেয়া হয়। এর পুর্বে পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বিপিএম সেবা পদকে ভুষিত হয়েছিলেন। পুলিশ সপ্তাহ উপলক্ষে আগামী ৪ ফেব্র“য়ারী প্রধানমন্ত্রী তাদেরকে পদক প্রদান করবেন। হবিগঞ্জে পুলিশ সুপার হিসেবে মোহাম্মদ উল্ল্যা যোগদান করার পর থেকেই হবিগঞ্জের আইনশৃঙ্খলাসহ সর্বক্ষেত্রে আসামান্য দক্ষতার সাথে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে হবিগঞ্জের দাঙ্গা হাঙ্গামা বন্ধে পুলিশ সুপার জেলার প্রত্যান্ত অঞ্চলে গিয়ে সভা সমাবেশ চালিয়ে যাচ্ছেন। এছাড়াও এ বারের শীতে জেলার প্রতিটি উপজেলায় নিজে গিয়ে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করে সাধারণ মানুষের প্রসংশা কুড়িয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা।