রবিবার, ৩০ মার্চ ২০২৫, ১০:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ লাখাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে সাবেক ছাত্র নেতা সাকিন আহমেদের পক্ষ থেকে ছাত্রশিবিরকে মোটরসাইকেল প্রদান ঈদ আনন্দ নেই জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে শহীদ আজমত আলীর পরিবারে নবীগঞ্জে তারেক রহমানের পক্ষ থেকে শহীদ আজমত আলীর পরিবারকে ছাত্রদলের ঈদ উপহার প্রদান শায়েস্তাগঞ্জের মোতাব্বির হোসেন কাজল যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার বানিয়াচং উপজেলা যুবদলের ইফতার ও দোয়া মাহফিল নবীগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার পবিত্র ঈদ উল ফিতর এর শুভেচ্ছা, ঈদ মোবারক ঈদগাহে ঈদের জামাত পড়া নিয়ে মতবিরোধ ॥ নবীগঞ্জে ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু

নবীগঞ্জে যানজট নিরসনে কঠোর এ্যাকশনে যাচ্ছে পৌরসভা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩১ জানুয়ারী, ২০১৯
  • ৬৮৩ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ পৌরসভার উদ্যোগে নবীগঞ্জ শহরের যানজট নিরসনে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে নবীগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ বিন-হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নবীগঞ্জ থানার ওসি (অপারেশন) নুরুল ইসলাম ভূঁইয়া।
উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হাই, নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক শাহ আবুল খয়ের, সাহেব আলী, সুখেন্দু রায় বাবুল, প্যানেল মেয়র-১ এটিএম সালাম, পৌর জাতীয় পার্টির সভাপতি মুরাদ আহমদ, কাউন্সিলর মোঃ আলাউদ্দিন, কবির মিয়া, আব্দুস ছালাম, সুন্দর আলী, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সরওয়ার শিকদার, সলিল বরণ দাশ, শাহ সুলতান আহমদ, আব্দুর রক্বীব হক্কানী, আলমগীর মিয়া, ছনি চৌধুরী, মতিউর রহমান মুন্না, ব্যবসায়ী আহাম্মদ ঠাকুর রানা, নারায়ন রায়, ইয়াওর মিয়া, মাহবুবুল আলম সুমন, মোঃ রায়হান, আবুল হোসেন আজাদ, শাহ খালেদ, শাহাব উদ্দিন, রঙ্গ লাল রায়, আব্দুল বাছিত, সাহেল আহমেদ প্রিন্স, আব্দুল আলীম, আবু বকর চৌধুরী। সভায় আগত পৌর নাগরিকবৃন্দ এবং সমাজকর্মী ব্যবসায়ীগণ যানজট নিরসনে বিভিন্ন যুক্তি উপস্থাপন করেন। পরে বাস-ট্রাক সিএনজিসহ বিভিন্ন পরিবহনের স্ট্যান্ড ম্যানেজার এবং কর্তৃপক্ষ যানজট নিরসনে যেকোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আছেন বলে সভায় তাদের বক্তব্য উপস্থাপন করেন। সভায় সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত বড় ট্রাক, ট্রাক্টর মালবাহী গাড়ি চলাচল-মালামাল উঠা নামা বন্ধ, ভ্যান গাড়ি নিয়ে ব্যবসায়ীরা রাস্তায় চলাচল বন্ধ, বাস-সিএনজি, টমটম, ইমাগাড়ি শহরে রাস্তার উপর দাড়িয়ে থাকা এবং যাত্রী উঠা নামা থেকে বিরত থাকা এবং স্ব স্ব পরিবহনকে থানা ব্রিজ, উপজেলা ব্রিজ, ধোপা বাড়ি ব্রিজ, হাসপাতাল ব্রিজ, বাংলা টাউন ব্রিজের ওপারে স্ট্যান্ড এর ব্যবস্থা করতে হবে এবং এতে পৌর পরিষদ সহযোগীতা করবে এবং সড়কের উপর ফুটপাতে কাঁচামাল ব্যবসায়ী ও অবৈধ দখল উচ্ছেদ করা, ট্রাফিক পুলিশের ব্যবস্থা করণসহ বিভিন্ন সিদ্ধান্ত গৃহিত হয়।
পরে সভাপতির বক্তব্যে পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী বলেন, নবীগঞ্জ পৌরসভাকে আধুনিক যানজটমুক্ত পৌরসভা গড়ে তোলতে সকলের সহযোগীতা প্রয়োজন। কেউ যদি সিদ্ধান্ত না মানে তাহলে আইনানুগভাবে কঠোর এ্যাকশনে যাওয়ার হুশিয়ারী দেন পৌর মেয়র।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com