স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার আধিত্যপুর গ্রামে মোতাব্বির হোসেন (৩৫) নামে এক কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে নবীগঞ্জ থানার এসআই আব্দুল ওয়াহাব লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। সে ওই গ্রামের সেলু মিয়ার পুত্র। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রবিবার রাতে মোতাব্বির খাবারের পর নিজ রুমে ঘুমিয়ে পড়ে। সকালে কোন সাড়া শব্দ না পেয়ে পরিবারের লোকজন দরজা ভেঙ্গে মোতাব্বিরের ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ সেখানে পৌছে। তবে মৃত্যুর কোন কারণ জানা যায়নি।