প্রেস বিজ্ঞপ্তি ॥ গত শনিবার লায়ন্স ক্লাব অব হবিগঞ্জের বাৎসরিক পিকনিক শ্রীমঙ্গলের লেমন গার্ডেন রিসোর্টে অনুষ্ঠিত হয়। এতে ক্লাবের সকল মেম্বারবৃন্দ সপরিবারে অংশ নেন। দিনব্যাপী খেলাধূলাসহ বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্য দিয়ে মিলন মেলায় পরিণত হয় বার্ষিক এই পিকনিক। এতে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব হবিগঞ্জের প্রেসিডেন্ট লায়ন মোঃ রফিক মিয়া, সাবেক প্রেসিডেন্ট যথাক্রমে লায়ন এডঃ এস.এম বজলুর রহমান, ইঞ্জিনিয়ার মনসুর রশিদ কাজল, এডঃ এস এম আলী আজগর, ভাইস প্রেসিডেন্ট যথাক্রমে লায়ন মোঃ হিরাজ মিয়া, এম এ আউয়াল, সেক্রেটারী এডঃ মোল্লা আবু নাঈম মোঃ শিবলী খায়ের, ট্রেজারার মোঃ মামুনুর রশিদ, এডঃ নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, গাজী মিজবাহ উদ্দিন, মোঃ জালাল উদ্দিন, মোঃ আব্দুল আহাদ, মোঃ আব্দুর রহমান, মোঃ লিয়াকত আলী খান, আলহাজ¦ মোজাহিদ হোসেন চৌধুরী, মীর জামিলুন্নবী ফয়সল, চৌধুরী মিসবাহুল বারী লিটন, এডঃ অর্জুন চন্দ্র রায়, মোঃ আসাদুজ্জামান, রাজেন্দ্র চন্দ্র দাশ, কাজী মহিবুর রহমান, একেএম মঈনুদ্দিন চৌধুরী সুমন, দিলীপ কুমার সরকার, মহিবুর রহমান চৌধুরী, সৈয়দ আমিনুল হাসান, এডঃ বিকাশ চন্দ্র দাশ ও এডঃ রাজিব কুমার দে তাপশ।