স্টাফ রিপোর্টার ॥ পুরো শায়েস্তাগঞ্জ ও আশপাশ এলাকায় ৭ ঘন্টা বিদ্যুৎ বিহীন জনজীবন ভোগান্তি শিকার। এছাড়া সরকারী-বেসরকারী স্কুল-কলেজ ও অফিসের কাজ আংশিক বন্ধ রয়েছে। গতকাল সোমবার বিকাল ৩টা থেকে এ রিপোর্ট লিখা পর্যন্ত রাত ৯টায় শায়েস্তাগঞ্জ পৌর এলাকা, নতুন ব্রীজ, নছরতপুর, সুতাং, কলিমনগরসহ বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বন্ধ রয়েছে। ফলে জনসাধারণ নানান ভোগান্তির শিকারসহ কাজকর্মের ব্যাগাত ঘটছে। অন্ধকারের কারণে ঘটছে নানান রকম দুর্ঘটনা ও অপরাধমূলক কর্মকান্ড।
এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার জানান, পাওয়ার ট্রান্সফরমার বিকল হয়ে যাওয়ায় এ অসুবিধা সৃষ্টি হয়েছে। তবে কাজ চলছে শীঘ্রই বিদ্যুৎ সরর্বরাহ করা হবে।