নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ-১ আসনের সাবেক মন্ত্রী প্রয়াত ফরিদ গাজীর তনয় গাজী শাহনওয়াজ মিলাদ এমপি বলেছেন, বাংলাদেশ আওয়ামীলীগ সরকারের আমলের দেশে রাস্তাঘাটসহ বিভিন্নখাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। দেশ এগিয়ে যাচ্ছে, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। রাস্তাঘাটসহ যেখানেই দুর্নীতি হবে সেখানেই এ্যাকশন নেয়া হবে। কেউ দুর্নীতি করে পার পাবেনা। সোমবার বিকেলে নবীগঞ্জ-হবিগঞ্জ আঞ্চলিক সড়কের সংস্কার কাজের উদ্বোধন করতে গিয়ে উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের খলিলপুর এলাকায় তিনি এ মন্তব্য করেন। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন কালিয়ারভাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলামসহ আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।