স্বামী বিবেকানন্দের ১৫৭তম জন্মতিথি উপলক্ষে রামকৃষ্ণ সেবা সংঘের উদ্যোগে নবীগঞ্জের শ্রী শ্রী গবিন্দ জিউর আখড়ায় নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঠাকুরের প্রতিকৃতি স্থাপন, বিশেষ জবদ্যায়ান, কথামৃত পাঠ, আলোচনা অনুষ্ঠান, ভক্তিমুলক গানের অনুষ্ঠান, সর্বজীবের উদ্দেশে প্রার্থনা এবং ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরনের মাধ্যমে স্বামী বিবেকানন্দের ১৫৭ তম জন্মতিথি উদযাপিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যতীন্দ্র দাশ সামন্ত, অশোক তরুন দাশ, রানা গোপ, ডাঃ ননী গোপাল নাথ, নিরঞ্জন দাশ, মিলন হালদার, পুন্যব্রত ধর, জুনু বনিক, জগদীশ দাশ, সুবাস দাশ, মানিক সোম চৌধুরী, প্রজেশ রায়, প্রমথ চক্রবর্তী বেনু, নানু দাশ, লিটন দাশ, সাবেক ইউপি চেয়ারম্যান সমর চন্দ্র দাশ, শ্যামল দত্ত, সুব্রত রায়, নান্টু পুরকায়স্থ, বিধু দাশ, সঞ্জয় দাশ, অজিত দাশ, দীলিপ রায়, মানিক পাল, সুকুমার বিশ্বাস, রাজিব রায়, প্রদীপ রায় হারু, সুরঞ্জয় সুত্রধর, মিরা রায়, মিনা রায়, জয়ন্তী রায়, সবিতা রায়, শেলী রায়, ফুলন সুত্রধর, বিনা সাহা, সাথী রানী দেব, লিলা রানী সরকার, হেপী চক্রবর্তী।-বিজ্ঞপ্তি