স্টাফ রিপোর্টার ॥ পুলিশ সেবা সপ্তাহ শুরু হয়েছে। ২৭ জানুয়ারি থেকে ২রা ফেব্র“য়ারি পর্যন্ত চলবে। এবারের সেবা সপ্তাহ’র প্রতিবাদ্য বিষয় ‘পুলিশকে সহায়তা করুন, পুলিশের সেবা গ্রহণ করুণ’। এই লক্ষে বানিয়াচং থানা পুলিশ র্যালি ও আলোচনা সভা করেছে। র্যালির উদ্বোধন করেন ইউএনও মোঃ মামুন খন্দকার। পরে থানার অফিসার ইনচার্জ রাশেদ মোবারকের নেতৃত্ব র্যালি বের হয়। র্যালিতে পুলিশ সদস্য ছাড়াও বিভিন্ন পেশাজীবীর মানুষ অংশ নেন। থানা কমপ্লেক্স থেকে বের হওয়া র্যালিটি উপজেলা সদরের বিশেষ বিশেষ সড়ক প্রদক্ষিণ করেছে। র্যালি শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন থানার ওসি (তদন্ত) আবদুল কাইয়ূম, প্রেসক্লাব সেক্রেটারি তোফায়েল রেজা সোহেল, থানার সেকন্ডে অফিসার এসআই হুমায়ূন করিব, মোঃ সালাউদ্দিন, আমিনুল ইসলাম প্রমূখ।