চুনারুঘাট প্রতিনিধি ॥ পুলিশকে সহায়তা করুন, পুলিশের সেবা গ্রহন করুন এই প্রতিপাদ্যকে সামনে রেখে চুনারুঘাট থানার আয়োজনে পুলিশ সেবা সপ্তাহ-২০১৯ সোমবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। থানা ক্যাম্পাসে উদ্বোধন করেন থানা অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জসমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মঈন উদ্দিন ইকবাল, ওসি তদন্ত আলী আশরাফ, এসআই সজিব দেব রায়, এসআই আলী আজহার, এএসআই মাহমুদ হাসান প্রমূখ। পরে পুলিশ, ছাত্রসহ একটি বর্ণাঢ্য র্যালী থানা চত্বর থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌরশহরসহ বিভিন্ন পয়েন্টে দিনব্যাপী জনসচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা করা হয়।