বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে ‘পুলিশকে সহায়তা করুন, পুলিশের সেবা গ্রহন করুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র্যালির মাধ্যমে পুলিশ সেবা সপ্তাহ পালন করা হয়েছে। দিনটি উপলক্ষে গতকাল সোমবার সকাল ১১টায় বাহুবল মডেল থানার আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে মডেল থানা চত্তরে গিয়ে শেষ হয়। এতে উপস্থিত ছিলেন বাহুবল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল হাই, উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিন, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী। বিভিন্ন ধরণের ব্যানার ও প্লেকার্ড সংবলিত উক্ত র্যালিতে পরিদর্শক (তদন্ত) আলমগীর কবীর, এসআই হাসেম, এসআই জহিরুল ইসলাম, এসআই সজিব, এসআই মোস্তাফিজুরসহ পুলিশ কর্মকর্তা, সদস্য ও ছাত্র-ছাত্রীগণ অংশ গ্রহন করেন।