মোঃ ছানু মিয়া ॥ ‘পুলিশকে সহায়তা করুন, পুলিশের সেবা গ্রহন করুন’ এই স্লোগানকে সামনে রেখে হবিগঞ্জে পুলিশ সেবা সপ্তাহ-২০১৯ এর উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুরে হবিগঞ্জ সদর মডেল থানায় বেলুন ও পায়রা উড়িয়ে পুলিশ সেবা সপ্তাহের উদ্বোধন করেন সিলেটের রেঞ্জের ডিআইজি মো. কামরুল আহসান (বিপিএম), হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা (বিপিএম সেবা), অতিরিক্ত পুলিশ সুপার এসএম ফজলুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (হবিগঞ্জ সদর সার্কেল) রবিউল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) এস এম রাজু আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) শৈলেন চাকমা, সহকারি পুলিশ সুপার (নবীগঞ্জ-বাহুবল সার্কেল) পারভেজ আলম চৌধুরী, হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সহিদুর রহমান, শায়েস্তাগঞ্জ থানার ওসি মোঃ আনিছুর রহমান, নবীগঞ্জ থানার ওসি ইকবাল হোসেন, মাধবপুর থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী, জেলা গোয়েন্দা শাখার ওসি শেখ সুহেল রানা, একই শাখার ওসি মোঃ মানিকুল ইসলাম, বানিয়াচং থানার ওসি রাশেদ মোবারক, লাখাই থানার ওসি মোঃ এমরান হোসেন, বাহুবল থানার ওসি মোঃ মাসুক আলী, চুনারুঘাট থানার ওসি কেএম আজমিরুজ্জামান, আজমিরীগঞ্জ থানার ওসি শেখ নাজমুল হক, ট্রাফিক ইন্সপেক্টর অরুণ বিকাশ, আব্দুল্লাহ আল মামুন, মোঃ তুহিন আহমেদ সহ পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তাও সদস্যরা। পরে এক বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে। উদ্বোধনী অনুষ্টানে ডিআইজি মো. কামরুল আহসান (বিপিএম) বলেন, পুলিশ সেবা সপ্তাহ চলাকালে মাদক নির্মূল, জঙ্গিবাদ রোধ, যানজট রোধ, ট্রাফিক সচেতনতা বৃদ্ধিসহ সকল পুলিশিং সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। আর মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ আইন মেনে চলার পাশাপাশি জনগণকে পুলিশের সেবা গ্রহন করার জন্য আহ্বান জানান।