প্রেস বিজ্ঞপ্তি ॥ ‘হবিগঞ্জের মানুষের কাছে নির্বাচনের পূর্বে যে প্রতিশ্র“তি দিয়েছি তার সবগুলোই পূরণ করবো। এজন্য চাই সকলের সহযোগিতা। রবিবার হবিগঞ্জ পৌরসভার উন্নয়ন কাজ উদ্বোধনকালে এসব কথা বলেন হবিগঞ্জ-লাখাই-শায়েস্তাগঞ্জ আসনের সংসদ সদস্য এডঃ মোঃ আবু জাহির। তিনি বলেন, গত ১০ বছরে হবিগঞ্জ-লাখাই-শায়েস্তাগঞ্জ এলাকায় ব্যাপক উন্নয়ন হলেও হবিগঞ্জ পৌরসভায় প্রত্যাশিত উন্নয়ন হয়নি। হবিগঞ্জ পৌরসভাকে এগিয়ে নিতে বর্তমান পৌর পরিষদকে নতুন উদ্যোমে কাজ করতে হবে। সংসদ সদস্য হিসেবে আমি হবিগঞ্জ পৌরসভার উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি। বিকেলে তিনি হবিগঞ্জ পৌরসভার নাতিরাবাদ আবাসিক এলাকায় ৮১ লাখ ৯০ হাজার ৭শ ৫১ টাকা ব্যায়ে চৌধুরী বাজার জামে মসজিদের সম্মূখ হতে নোয়াবাদ হরিপুর রাস্তা ও বিসি নির্মাণ কাজের উদ্বোধন করেন। ৩৯ লাখ ৩৮ হাজার ৮শ ৪২ টাকা ব্যয়ে পুরাতন কৃষি ব্যাংকের সম্মূখ হতে বাহার আলীর বাড়ীর সম্মূখ পর্যন্ত আরসিসি ও বিসি রাস্তা নির্মাণ কাজের ফলক উন্মোচনের মাধ্যমে উদ্বোধন করেন। পরে ৪৩ লাখ ১৮ হাজার ৪শ ৬১ টাকা ব্যয়ে বগলাবাজার বিওসি রাস্তার সম্মূখ হতে খুর্শেদ মিয়ার মিল পর্যন্ত বিসি রাস্তা নির্মাণ কাজের উদ্বোধনী ফলক উন্মোচন করেন। প্রতিটি উদ্বোধনের সময় মোনাজাত পরিচালনা করা হয়। সন্ধ্যার পর কামড়াপুর বাইপাস সংলগ্ন স্থানে এডভোকেট আবু জাহির এমপিকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেয় এলাকাবাসী। হবিগঞ্জ-লাখাই-শায়েস্তাগঞ্জ এলাকার উন্নয়নের রূপকার হিসেবে পর পর তিনবার সংসদ নির্বাচিত হওয়ায় এ সংবর্ধনার আয়োজন করা হয়। হবিগঞ্জ পৌরসভায় তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ সেক্টর প্রকল্পের আওতায় এ তিনটি স্থানে ১ কোটি ৬৪ লাখ ৪৮ হাজার ৫৪ টাকার কাজ উদ্বোধন করা হয়। উদ্বোধনেকালে উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র দীলিপ দাস, পৌর কাউন্সিলর মোঃ জাহির উদ্দিন, মোহাম্মদ জুনায়েদ মিয়া, গৌতম কুমার রায়, শেখ নূর হোসেন, মোঃ আব্দুল আউয়াল মজনু, মোঃ আলমগীর ও শেখ মোঃ উম্মেদ আলী শামীম। এছাড়াও উপস্থিত ছিলেন হবিগঞ্জ শহরের গন্যমান্য ব্যক্তিব