স্টাফ রিপোর্টার ॥ আজ কলঙ্কের ২৭ জানুয়ারী। ২০০৫ সনের এই দিনে হবিগঞ্জের কৃতি সন্তান সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যাকান্ড তথা বৈদ্যের বাজার ট্র্যাজেডির ১৪ বছর। হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ঈদ পরবর্তী এক জনসভা শেষে বের হওয়ার পথে গ্রেনেড হামলার শিকার হন সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া। এই নির্মম হামলায় তিনি গুরুতর আহত হলে চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে মারা যান। এই হামলায় আরও নিহত হন তার ভাতিজা শাহ মঞ্জুরুল হুদা, আওয়ামীলীগ নেতা আব্দুর রহিম, আবুল হোসেন ও সিদ্দিক আলী।
আহত হন হবিগঞ্জ-৩ আসনের বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি এডঃ মোঃ আবু জাহির, সাবেক সাংগঠনিক সম্পাদক রাজন চৌধুরীসহ অর্ধশতাধিক লোক। এ ঘটনায় ২০০৫ সালের ২৮ জানুয়ারী হবিগঞ্জ-২ আসনের বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডঃ আব্দুল মজিদ খান বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে দু’টি মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পরপরই তখনকার হবিগঞ্জের পুলিশ সুপার আবু মুসা মোঃ ফখরুল ইসলাম এবং হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) ইনাম আহমেদ চৌধুরীকে প্রত্যাহার করা হয়। এরপর মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয় সিআইডি’র তখনকার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মুন্সী আতিকুর রহমানকে।
মুন্সি আতিক ২০০৫ সালের ১০ মার্চ ১০জনকে অভিযুক্ত করে বিচারিক আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। অভিযুক্তরা হলেন, তখনকার সময়ে শহীদ জিয়া স্মৃতি ও গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি এবং জেলা বিএনপির সহ-সভাপতি একেএম আব্দুল কাইয়ূম, জয়নাল আবেদীন জালাল, জমির আলী, তাজুল ইসলাম, জয়নাল আবেদীন মুমিন, সাহেদ আলী, সেলিম আহমেদ, আয়াত আলী, মুহিবুর রহমান ও কাজল মিয়া।
প্রতিবেদন দাখিলের দিনই আদালতে নারাজী পিটিশন দাখিল করেন মামলার বাদী এডঃ আব্দুল মজিদ খান। আদালত এ আবেদন খারিজ করে দেন। কিন্তু মামলার বাদীর নারাজীর পিটিশন বাতিল হলে তারা হাইকোর্টে আপিল করেন। হাইকোর্ট এই আবেদনের পরিপ্রেক্ষিতে মামলাটি সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করেন। সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইবুন্যাল মুন্সি আতিকের দাখিলকৃত চার্জশীট থেকেই বিচার কাজ শুরু করতে চাইলে মামলার বাদী বর্ধিত ও অধিকতর তদন্তের জন্য আবেদন করেন। কিন্তু বিচারক বিপ্লব গোস্বামী সেই আবেদনও খারিজ করে দেন। আবেদনটি খারিজ হলে মামলার বাদী হাইকোর্টে রিভিশন লিভ টু আপিল দায়ের করেন।
পরবর্তিতে ১/১১ এর তত্ত্বাবধায়ক সরকারের আমলে হাইকোর্টে দীর্ঘ শুনানী শেষে ২০০৭ সালের ৭ মার্চ মামলাটির অধিকতর তদন্তের নির্দেশ দেন। মুন্সি আতিক অবসরে চলে যাওয়ায় সিআইডি’র এএসপি মোঃ রফিকুল ইসলামকে মামলার তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়। বর্ধিত তদন্তকালে মামলাটি নতুন মোড় নেয়। এর সঙ্গে জঙ্গী মিজান ও মুফতি হান্নানসহ জঙ্গী চক্রের সংশ্লিষ্টতা পাওয়া যায়। মুন্সি আতিকের দেওয়া অভিযুক্ত ১০ জনের সংশ্লিষ্টতা পাওয়া না গেলে তারা জামিনে মুক্ত হন।
২০১১ সালের ২০ জুন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, মুফতি হান্নানসহ ২৪ জনকে আসামী করে অধিকতর তদন্তের প্রতিবেদন (২য় চার্জশীট) দাখিল করা হয়। তদন্তকারী কর্মকর্তা সিআইডির এএসপি রফিকুল ইসলাম ৪ বছর অধিকতর তদন্ত শেষে হবিগঞ্জ জুডিসিয়াল বিচারিক আদালতে এই প্রতিবেদন দাখিল করেন। ২৮ জুন শাহ এএমএস কিবরিয়ার স্ত্রী আসমা কিবরিয়া প্রতিবেদনের উপর হবিগঞ্জের বিচারিক আদালতে নারাজীর আবেদন করেন। আবেদনের পরিপ্রেেিত মামলার মুল নথি সিলেট দ্রুত বিচার ট্রাইবুনালে থাকায় বিচারক রাজিব কুমার বিশ্বাস উপ-নথির মাধ্যমে আবেদনটি সিলেটে পাঠানোর নির্দেশ দেন।
২০১২ সালের ৫ জানুয়ারী কিবরিয়া হত্যাকান্ডের অধিকতর তদন্ত প্রতিবেদন নারাজীর আবেদন গ্রহণ করেন সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক দিলীপ কুমার দেবনাথ। তিনি ওইদিনই সিআইডির সিনিয়র পুলিশ অফিসারের মাধ্যমে মামলার অধিকতর তদন্তের নির্দেশ দেন। পরে জানুয়ারি থেকে সিআইডির এএসপি মেহেরুন নেছা অধিকতর তদš- শুর” করেন।
২০১৪ সালের ১৩ নভেম্বর এসএসপি মেহের”ন নেছা ৩য় সম্পূরক চার্জশীট দাখিল করেন। এই তৃতীয় দফা সম্পুরক চার্জশীটে আরও ৯জনকে জড়িয়ে মোট ৩৫ জনকে আসামী করা হয়। নতুন ৯ আসামী হলেন- সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা হারিছ চৌধুরী, হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব জি কে গউছ, হাফেজ মো. ইয়াহিয়া, আবু বকর ওরফে করিম, দেলোয়ার হোসেন রিপন, শেখ ফরিদ, আবদুল জলিল ও মওলানা শেখ আবদুস সালাম।
২০১৪ সালের ৩ ডিসেম্বর হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট রোকেয়া বেগম ৩য় চার্জশীট গ্রহন না করে ভূল সংশোধন করে ৪র্থ দফা সম্পুরক চার্জশীট প্রদানের নির্দেশ দেন। দীর্ঘ প্রায় ৩ বছর পর তদন্ত শেষে দাখিলকৃত ৩য় দফা চার্জশীটে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি কে গউছের নাম ঠিকানা সঠিক দেয়া হয়নি। মামলার পরবর্তি তারিখ ২১ ডিসেম্বর ৪র্থ দফা চার্জশীট আদালতে গৃহিত হয়। ওই দিনই মামলার পলাতক আসামীদের বিরুদ্ধে গ্রেফতারী পরওয়ানা জারী করা হয়।
২৮ ডিসেম্বর হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট রোকেয়া বেগমের আদালতে আত্মসমর্পন করেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি কে গউছ। আদালত তার জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ৩০ ডিসেম্বর একই আদালতে আত্মসমর্পন করেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। আদালত তাকেও কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ২০১৭ সালের ৪ জানুয়ারী উচ্চ আদালত থেকে জামিন নিয়ে মেয়র জি কে গউছ ও মেয়র আরিফুল হক চৌধুরী কারাগার থেকে মুক্তি পান। এদিকে ১২ বছরে এই মামলার ১৭১জন সাীর মধ্যে এ পর্যন্ত সাক্ষ্য গ্রহন করা হয়েছে ৪৩জনের।
মুফতি আবদুল হান্নানের বক্তব্য প্রত্যাহার ঃ দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলাটি বিচারাধীন থাকা অবস্থায় ২০১৫ সালের ১৮ আগস্ট মুফতি আবদুল হান্নান তার ২০০৭ সালের ১ নভেম্বর দেয়া একটি জবানবন্দি প্রত্যাহারের আবেদন করেন। এর আগে ২০১১ সালের ২৭ সেপ্টেম্বর অন্য একটি মামলায় ওই বছরের ৭ এপ্রিল তারিখে দেয়া জবানবন্দি প্রত্যাহারেরও আবেদন করেছিলেন মুফতি হান্নান। সেই জবানবন্দির ভিত্তিতেই সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি কে গউছকে ৩য় সম্পূরক চার্জশিটে অন্তর্ভুক্ত করেছিলেন মামলার সর্বশেষ তদন্ত কর্মকর্তা সিআইডি সিলেট অঞ্চলের সিনিয়র এএসপি মেহেরুন্নেসা পারুল। এরই আলোকে তিনি মুফতি হান্নানের জবানিতে ১৬১ ধারায় একটি বক্তব্যও রেকর্ড করেন। তবে মুফতি হান্নান তার জবানবন্দি প্রত্যাহারের নতুন আবেদনে উল্লেখ করেন তিনি মেহেরুন নেছা পারুলের কাছে কোনো বক্তব্যই দেননি।
মুফতি হান্নানের জবানবন্দি প্রত্যাহারের নতুন আবেদনটি আদালতে না পৌঁছায় গত ২০১৫ সালের ৬ সেপ্টেম্বর তিনি হলফনামা প্রদানপূর্বক একটি দরখাস্তের মাধ্যমে তার আবেদনটি আদালতে উপস্থাপনের জন্য আদেশ প্রার্থনা করেন। ৯ সেপ্টেম্বর আদালত সিনিয়র জেল সুপারকে এক পত্রের মাধ্যমে (স্মারক নং: ১৪৬(৩)) মুফতি হান্নানের জবানবন্দি পাঠানোর নির্দেশ দেন। ২১ সেপ্টেম্বর জেল কর্তৃপক্ষ মুফতি হান্নানের হাতে লেখা তিন পৃষ্ঠার জবানবন্দি আদালতে পাঠান।
ওই জবানবন্দিতে মুফতি হান্নান বলেন- কিবরিয়া হত্যা মামলার সর্বশেষ তদন্ত কর্মকর্তা মেহেরুন্নেসা পারুলের কাছে দেয়া সম্পূরক চার্জশিটে অন্তর্ভুক্ত আসামীদের চেনেন না। তিনি বলেন- এই মামলার তদন্তকারী কর্মকর্তা মেহেরুন নেছা পারুলের কাছে আমি কোনো দিন বক্তব্য প্রদান না করা সত্ত্বেও তার রেকর্ডকৃত আমার নামীয় জবানবন্দির নাটকীয় বক্তব্য দেখে বিস্মিত হয়েছি। গত ২৫/০৯/২০১৪ তারিখে উক্ত তদš-কারী কর্মকর্তা কর্তৃক স্বারিত জবানবন্দিতে লিখিত বক্তব্যসমূহ সৃজীত, মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট এবং পরিকল্পিত। কথিত জবানবন্দিতে মেয়র আরিফুল হক চৌধুরী ও মেয়র আলহাজ্ব জি কে গউছের নাম আমি কোনো দিন শুনি নাই এবং কেউ আমাকে বলেও নাই। কিংবা পরিচয়ও করিয়েও দেয়নি।
কারাগারে ১১ আসামী ঃ কিবরিয়া হত্যা মামলায় বর্তমানে ১১ জন দেশের বিভিন্ন কারাগারে রয়েছেন। কারাগারে বন্দী আসামীরা হলেন- সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, নড়াইল জেলার লোহাপাড়া থানার নুরুল ইসলামের পুত্র মঈন উদ্দিন শেখ ওরফে মাসুম বিল্লাহ, গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার হিরন গ্রামের নুর মোহাম্মদ মুন্সির পুত্র মুন্সি আব্দুল হান্নান, একই গ্রামের মুন্সি আব্দুল হান্নানের আপন ভাই মুহিব উল্লাহ অভি, চাদপুর জেলার মৈশাদি গ্রামের হেমায়েত উদ্দিন পাটোয়ারীর পুত্র শরীফ শাহেদুল আলম বিপুল, সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার সাহার পাড় গ্রামের সৈয়দ আবুল কালামের পুত্র হাফেজ সৈয়দ নাঈম আরিফ নিমু, হবিগঞ্জের চৌধুরী বাজার এলাকার মৃত ফজর আলীর পুত্র বদরুল আলম মিজান, হবিগঞ্জের বানিয়াচং থানার সিকান্দরপুর গ্রামের গোলাম মোস্তফা উস্তার মিয়ার পুত্র মিজানুর রহমান মিঠু, ভারতের কাশ্মির রাজ্যের ইসলামাবাদ জেলার কুলগাও থানার তেরিগাও গ্রামের বাসিন্দা, বর্তমানে সিরাজগঞ্জ জেলার নীমতলী গ্রামের মৃত আব্দুর রহমান বাটের পুত্র আব্দুল মাজেদ বাট, বগুড়া জেলার ধুনট থানার পেচি গাও গ্রামের মৃত শেখ মাজহারের পুত্র মাওলানা শেখ আব্দুস সালাম, হবিগঞ্জ সদর থানার মাহমুদপুর গ্রামের হাজী আব্দুল খালেকের পুত্র আব্দুল জলিল, খুলনা জেলার রূপসা থানার কাজদিয়া গ্রামের শেখ আকরাম হোসেনের পুত্র শেখ ফরিদ ওরফে মাওলানা শওকত ওসমান এবং মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার কোনাগাও গ্রামের আবু ইউসুফের পুত্র দেলোয়ার হোসেন রিপন।
জামিনে আছেন ১০ আসামী ঃ সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যাকান্ডের পরপরই অন্তত ২৬ জন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে গ্রেফতারকৃত ৮জনকে চার্জশীটে অন্তর্ভূক্ত করা হয়। গ্রেফতারের পর প্রায় সাড়ে ৩ বছর ওই ৮জন কারাভোগ করেন। নিশ্চিত বিচারের মুখোমুখি হওয়া থেকে কিছুটা রেহাই পান তারা অধিকতর তদন্তে তাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা না পাওয়ায়। ২য় সম্পুরক চার্জশীটের পর ৮ আসামী হাইকোর্টে জামিন আবেদন করলে তাদের মহামান্য হাইকোর্ট জামিন প্রদান করেন। ৩য় সম্পূরক চার্জশীটে আসামী করা হলে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি কে গউছ আদালতে আত্মসমর্পন করেন। ২ বছরেরও অধিক সময় কারাভোগের পর ২০১৭ সালের ৪ জানুয়ারী উচ্চ আদালত থেকে তারা জামিনে মুক্তি পান। জামিনপ্রাপ্ত অন্য ৮ আসামী হলেন- হবিগঞ্জ সদর থানার ভাদৈ গ্রামের মৃত এম এ সামাদের পুত্র একেএম আব্দুল কাইয়ূম, আব্দাবকাই গ্রামের মৃত আব্দুল হালিমের পুত্র জয়নাল আবেদিন জালাল, বনগাও গ্রামের মৃত আঞ্জব উল্লার পুত্র জমির আলী, একই গ্রামের মৃত ওসমান গনির পুত্র জয়নাল আবেদিন মমিন, ভাদৈ গ্রামের মৃত মোস্তফা মিয়ার পুত্র তাজুল ইসলাম, লুকড়া গ্রামের মৃত আতাব উল্লাহর পুত্র সাহেদ আলী, বহুলা গ্রামের রুসমত উল্লার পুত্র সেলিম আহমেদ এবং শরিফপুর গ্রামের ছমেদ আলীর পুত্র আয়েত আলী।