স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরের বাঘাসুরায় ঘুমন্ত দুই বোনের উপর এসিডে নিক্ষেপ করে মুখমন্ডল ঝলসে দিয়েছে কতিপয় দুর্বৃত্তরা। শুক্রবার ভোর রাতে আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে পুলিশের দাবী এটি এসিড নয়, দাহ্য কোন পদার্থ।
আহতদের পরিবারের অভিযোগ, হাবিবার স্বামী মমিনুল তাদের এ সর্বনাশ করেছে।
আহতদের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানান, উপজেলার বাঘাসুরা গ্রামের প্রবাসী এখলাছ মিয়ার কলেজ পড়ুয়া মেয়ে হাবিবা আক্তার (২০) বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে ছোট বোনকে সাথে নিয়ে ঘুমিয়ে পড়ে।
শুক্রবার ভোররাতে কে বা কারা ঘরের জানালার গ্রিল ভেঙে তার উপর এসিড নিপেক্ষ করে। এ সময় হাবিবার শোরচিৎকারে পরিবারের লোকজন এগিয়ে আসলে দূর্বত্তরা পালিয়ে যায়। দূর্বৃত্তদের ছোড়া এসিডে হাবিবা আক্তারের মুখ ঝলসে যায়। একই সাথে হাবিবার পাশে ঘুমিয়ে থাকা তার ছোট বোন স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী আয়েশা আক্তারের (১০) হাত ও শরীরের কিছু অংশ ঝলসে যায়। এ সময় তারা চিৎকার শুরু করলে পরিবারের লোকজন এসে তাদেরকে উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সদর আধুনিক হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সাইফুর রহমান সোহাগ জানান, ধারনা করা হচ্ছে এসিডের কারণেই এমন হয়েছে। তবে পরিক্ষা-নিরিক্ষ ছাড়া এসিড কিনা সঠিকভাবে বলা যাচ্ছে না। তবে তা দাহ্য পদার্থ। একটি মেয়ের মুখের প্রায় ৮০ শতাংশ ঝলসে যায়। ছোট মেয়েটির হাতের কিছু অংশ ঝলসে গেছে। তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হাবিবার চাচা কাওছার মিয়া জানান, গত একবছর আগে হাবিবার সঙ্গে পার্শ্ববর্তী নাসিরনগর উপজেলার শায়ক গ্রামের সাহেব আলীর ছেলে মমিনুলের সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকে হাবিবা প্রবাসী বাবা এখলাছ মিয়ার বাড়িতে বসবাস করতো। মুমিনূলের সঙ্গে হাবিবার বনাবনি না হওয়ায় ৩-৪ মাস আগে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে। এ কারণে তাদের ধারণা, মমিনুল এ ঘটনা ঘটিয়েছেন।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী জানান, এটি এসিড নয়, তবে দাহ্য কোন পদার্থ। বিষয়টি শোনে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্বৃত্তদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।