স্টাফ রিপোর্টার ॥ টানা তৃতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহিরকে লাখাই উপজেলার মুড়াকরি ইউনিয়নে গণসংবর্ধনা দেয়া হয়েছে। ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ব্যানারে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে নানা-শ্রেণি পেশার লোকজনের ঢল নামে।
শুক্রবার সন্ধ্যায় মুড়াকরি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন সংবর্ধিত ব্যক্তিত্ব এডভোকেট মোঃ আবু জাহির এমপি।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী ইসহাক আলী মাস্টার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ মুশফিউল আলম আজাদ, লাখাই পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক এমএ মতিন মাস্টার, শাহ রেজা উদ্দিন আহমেদ দুলদুল, ইকরামুল মজিদ চৌধুরী শাকীল, সোবাহন মেম্বার, মাহফুজ মিয়া, নবাব মিয়া, এডঃ কামরুল ইসলাম, আলেয়া মুজাহিদ, গিয়াস উদ্দিন, হারুনুর রশিদ, আছাই মিয়া, খসরু মিয়া মেম্বার, বাহাদুর আলম মেম্বার, মুজিবুর রহমান মেম্বার, মহরম আলী মেম্বার, তোফাজ্জল হক মেম্বার, নাসির উদ্দিন চৌধুরী, আছর আলী, সালাহ উদ্দিন সুমন, বশির আহমেদ, মহিবুর রহমান ভূইয়া, ইকবাল হোসেন ছোট্ট, মোজাহিদ মিয়া, রাজ কিশোর দাশ, মুক্তার আলম মুক্তি প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন এনামুল হক।
অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তৃতায় সংবর্ধিত ব্যক্তি এডঃ মোঃ আবু জাহির এমপি বলেন, আজকের এই সংবর্ধনার ফুল আমি আপনাদেরকে ফিরিয়ে দিতে চাই। কারণ- আপনারা যদি আমাকে তিন বার মূল্যবান ভোট না দিতেন, তাহলে এমপি হতে পারতাম না। আপনারা ভোট দিয়েছেন বলেই আমি আপনাদের জন্য এত উন্নয়ন কাজ করতে পেরেছি। ভবিষ্যতেও সুখে-দুঃখে লাখাইবাসীর পাশে থাকার প্রতিশ্র“তি ব্যক্ত করেন তিনি।