স্টাফ রিপোর্টার ॥ গতকাল শনিবার নবীগঞ্জ উপজেলাসহ হবিগঞ্জের ৩টি উপজেলা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নবীগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসে কর্মরত ডিজিএম আঃ বারি জানান ৩৩ কে.বি বিদ্যুৎ লাইন রক্ষনা-বেক্ষন কাজের জন্য গতকাল শনিবার শায়েস্তাগঞ্জ হতে উমেদনগর লাইনের নবীগঞ্জ উপজেলা, বানিয়াচং উপজেলা ও আজমিরীগঞ্জ উপজেলায় ৩৩ কে.বি বিদ্যুৎ লাইন রক্ষনা-বেক্ষন কাজ করা হবে বিধায় সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানানো হয়।