স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর মাছুলিয়া, এড়ালিয়া ও পইলের ৬টি ব্যবসা প্রতিষ্ঠানে চুরি সংঘটিত হয়েছে। তবে ব্যবসায়ীদের অভিযোগ ওই সব এলাকায় জুয়াড়ি ও মাদকসেবীরা এসব চুরির সাথে জড়িত থাকতে পারে। গত বৃহস্পতিবার গভীর রাতে এটি সংঘটিত হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। তারা জানান, গতকাল রাতে দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। সকালে এসে দেখেন তাদের দোকানের দরজার তালা ভাঙ্গা এবং মালামাল চোরেরা নিয়ে গেছে। মাছুলিয়া এলাকার ব্যবসায়ী জিতু মিয়া, ফয়সল, এড়ালিয়া গ্রামের ফার্মেসীর মালিক রুহুল আমিন, পইল গ্রামের দুলাল মিয়াসহ দেবপাড়ার আরও দুইটি দোকান চুরি হয়। চোরেরা নগদ টাকাসহ প্রায় দুই লাখ টাকার মালামাল নিয়ে যায়। ব্যবসায়ীরা জানান, এই সব এলাকায় সন্ধ্যার পর থেকেই জুয়া ও মাদকের আসর বসে। অনেক সময় টাকার জন্য এসব জুয়াড়িরা ও মাদকসেবীরা চুরিসহ নানান অপরাধ কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। তবে পুলিশ যদি এসব জুয়াড়ি এবং মাদকসেবীদের ধরলেই চুরির ঘটনা উদঘাটন করা হবে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং চোরদের ধরতে অভিযান চালাচ্ছে।॥