অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে ॥ ঢাকা-সিলেট মহাসড়ককের লস্করপুর গেইটে প্রাইভেট কার সিএনজি মুখোমুখি সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। গত ২৫ জানুয়ারী শুক্রবার রাত সাড়ে ১১টায় ঢাকা গামী প্রাইভেট কার সিলেট গামী সিএনজি (হবিগঞ্জ খ ১১-৫৭৬০) সাথে উল্লেখিত স্থানে মুখোমুখি সংঘর্ষ হয় এতে চালক সহ ৫ যাত্রী আহত হয়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করে। কর্তব্যরত চিকিৎসক ২ জনকে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।