স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নে দুইটি বিরোধ নিষ্পত্তি হয়েছে হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এর মধ্যস্থতায়। এর একটি হলো সুলতানশী গ্রামের দুইপক্ষের সংঘর্ষে বাদশা মিয়া মারা হওয়ার ঘটনা। অপরটি শরীফপুর গ্রামে মিনু বেগম নামে এক মহিলা মারা যাওয়া নিয়ে সৃষ্ট বিরোধ।
বুধবার বেলা ১২টার দিকে সুলতানশী হাবেলীর সামনে সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির এর সভাপতিত্বে এই সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম, লস্করপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান হিরো, আব্দুল জলিল, আব্দুস সামাদ সরদার, নূর হোসেন মিয়া, ইউপি সদস্য ফুল মিয়া, সাদেক মিয়া, সাবেক মেম্বার মরম আলীসহ বিভিন্ন স্থান থেকে আসা মুরুব্বীয়ান ও গন্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন।
ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান হিরো জানান, অনাকাংখিত এই দুইটি ঘটনায় এলাকাবাসীর মাঝে উত্তেজনার সৃষ্টি হয়। এক পর্যায়ে এডঃ মোঃ আবু জাহির এমপি’র মধ্যস্থতায় সালিশের মধ্য দিয়ে বিষয়টি সুন্দরভাবে নিষ্পত্তি হয়েছে। এতে এলাকাবাসী আনন্দিত। এ সময় এমপি আবু জাহির উভয়পক্ষকে মিলিয়ে দিয়ে আগামী দিনে একে অপরের সাথে ভ্রাতৃত্ববোধ বজায় রেখে চলার আহবান জানান।