স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরের তেলিয়াপাড়া চা বাগান থেকে ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর গতকাল রাত সাড়ে ১১ টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হচ্ছে- তেলিয়াপাড়া চা বাগানে স্বপন কুমার তাতী (৩৬) ও সনজু মুন্ডা (২১)।
সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় পরিদর্শক মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে তেলিয়াপাড়া চা বাগানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাগানের মাদক ব্যবসায়ী খোকন তাতীর ঘর থেকে ১৫ বোতল ফেনসিডিলসহ উল্লেখিত ২ জনকে আটক করা হয়। এ ব্যাপারে মাধবপুর থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।